লোকে বলে:

" জীবন এক যুদ্ধ ক্ষেত্র

  পাঞ্জা লড়ে বাঁচতে হয়।

হাতের কব্জি শক্ত যার

তাদের বিজয় সুনিশ্চয়।"

কিন্তু, " কোমল হাতের ' স্পর্শে আবার

আর্ত মানুষ স্বস্তি পায়।"

হাতাহাতি ' ধ্বস্তাধ্বস্তি

শৌর্য বীর্যে বল দেখায়।

হাতের কৌশল ' করে কেউ

হাতিয়ে  ' নেয় লক্ষ টাকা।

হাত করে ' বড় সা'ব কে

প্রোমোশন নেয় পেলে ফাঁকা।

হাতের লোক ' থাকলে পরে

চাকরি পেতে কতক্ষণ!!

এ কৌশলে '  হাত চালিয়ে '

পকেট মার,  গাট কাটে বিলক্ষণ।

এমনি করে ' হাতের জোরে '

কেউ কেটা হয় লক্ষ লোক।

সময় গেলে  রাজা ফকির

"হাত পেতে "খায় করেনা ভোগ।

সময় থাকতে ' হাত জোড় ' করে

"হাতের পাঁচ "করুন সঞ্চয়।

' কার্যকালে সমুৎপন্নে '

স্নেহের হাতের পাবেন অভয়।

"আখেরেও কিছু জমা হয়। "