( আত্ম কথনের আলোকে)
মায়িক জগৎ সামাজিক বন্ধনের অক্টোপাশে
আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করেছে নর নারী।
সৃষ্টির আদিম লগ্ন থেকে এ বাঁধন
সংক্রমিত বংশ পরম্পরা, সন্তান থেকে
পুত্র পৌত্রাদি ক্রমে অধঃস্তন উত্তরাধিকার।
মৌল খুঁজে আমি এর অনুসঙ্গ মাঝে
আপন অন্তর তলে অনুভবে পেয়েছি যে বুঝ,
" গভীর প্রণয়," তা কেবল মায়া নয়
" নিষ্কাম ভালবাসা ", দেহ নয়,
দেহাতীত, যা কেবল জন্ম নেয়
" প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ তরে " র
বেশ পরে। তখন নর নারী সম্বন্ধের অতীত
" জীবনে জীবন যোগ করা। " এ বাঁধন
ছিন্ন করে, এমন দুঃচ্ছিন্ন "রশি " কোনকালে
করেনি সৃজন কেউ। একে বলে " অচ্ছেদ্য প্রনয়,"
এই অতি লৌকিক বন্ধনের সন্ধান যারা পেয়ে যায়, দেহাশ্রিত প্রেম সেথা "খোলাম কুচি ",
" পরম প্রিয়তমা " যবে গেলেন উর্ধ্বলোকে।
প্রায় এক যুগ ধরে, তিলে তিলে নিজ জীবনের
অন্ধ্রে রন্ধ্রে করেছি সন্ধান, অবশেষে এ সিদ্ধান্ত
সুদীর্ঘ পঞ্চাশ বছর যৌথ জীবনের অবশেষ,
যে বাঁধনের সন্ধান পেলাম," বিরহের বহ্নিশিখায় দহিয়া জীবন," এক যুগ শেষে।