মনের অনেক ভাঙাগড়া...
ফেলে আসা ঘর,বিছানা,উঠোন,ছাদ
একগুচ্ছ সুখ দুঃখের মালা,
ভালো মন্দের স্মৃতি,
নির্জন দুপুর,ঘরের কোনের ধুলো।
একগুচ্ছ বই।
সবকিছুই থেকে যায়।
গভীর থেকে গভীরে....
বহু গভীরে....
হঠাৎ কোনো সূর্যাস্তের বিকেল,
স্মৃতির সমুদ্রে  তরঙ্গের প্রবাহ বয়ে আনে...
শুরু হয় ভাঙাগড়ার খেলা।
এককোণে স্মৃতির পাতায় খুঁজে বেড়ানো
নানারঙের খেলা....