স্বপ্নগুলো অধরা রইল সব...
চক্ষু তাঁর রক্তে ভরা।
সদা হাস্যময়ী সে...
ঠোঁট তাঁর ক্ষতবিক্ষত।
মনে ছিল অদম্য জেদ,
গোল্ড মেডেল ছিনিয়ে আনার।
সবকিছু আজ ঢাকা পরে গেল
নীল -সবুজ চাদরের তলায়।
উৎসব তো হয়েছিল সেইরাতেও।
উৎসব তো হয়েছে উলাট পুরানে।
হারিয়ে গেছে মায়ের ডাক,শূণ্য কোলে।
উৎসব তো হয়েছিল অপরাধীদের,
যারা এখনো বুক চিতিয়ে ঘুরছে ফিরছে
উৎশবের আনন্দে।
জোর করে আর যাই হোক ফেরানো যায় না মন।
চেষ্টা করেও ভোলা যায় না অপরাধের সে আঁধার।
ভয় দেখিয়ে লাভ কি আর সব হারিয়ে নিস্ব যখন।
মায়ের মন বড়ই স্বার্থপর।
পুজো সে করতে পারে,উদযাপন নয় উৎসব।