মৌন থেকেই ভারতের অর্থনীতিকে চাঙা করা যায়,
নিঃশব্দ থেকেও রাজার নীতির পালন করা যায়,
রাজনীতির আঙিনায় নিজের অবস্থানের কথা না ভেবে,
দেশের উন্নয়নের রূপরেখা তৈরী করা যায়,
সাধারণ দরিদ্র পরিবারে জন্ম নিয়েও মেধার জোরে,
বিশ্ব জয় করার স্বপ্ন বোনা যায়।
অসীম সহ্য শক্তি দেখিয়ে,
সততাকে সঙ্গী করেও রাজনীতিবিদ্ হওয়া যায়।
যা আজ বিরলতম...
উদারনীতির জনক হীন আজ ভারত।
আগামী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে,
মনের গভীরে থেকে যাবেন।
চিরঘুমে শান্তির দেশে নির্বিঘ্নে বিশ্রামে ডঃ মনমোহন সিং।