তুমি কি কখনও ভেবেছো ঠাকুর,
তোমার আমার "সোনার বাংলা" র এই পরিণতি।
সোনার ফসলের ধ্বংসাবশেষ আজ রক্তাত্ব।
ভেঙে ফেলা হবে তোমার প্রতিচ্ছবি।
পথের ধারে লুটিয়ে পরবে ভগ্নপ্রায় তুমি।
ছাত্র আন্দোলনের মোড়কে ছিল এক অভিপ্সা।
"রাখী"র সব "বন্ধন"কে মুক্ত করে,
খেপে উঠেছে ধ্বংসযজ্ঞে।
তুমি কি কখনও ভেবেছো নজরুল
সব ধূলিসাৎ হয়ে গেল
"মোরা একই বৃন্তে দুটি কুসুম" হওয়ার গর্ব।
"মোদের গর্ব - আশা" গুলো আজ ধূলায় মিশিয়ে যাচ্ছে।
তোমরা কি কখনও ভেবেছিলে...
"সকল দেশের রাণী "আজ বড়ই অসহায়।
কাঁটাতারের বেড়াজালে নীরব দর্শক।
মনেতে নিয়ে একগুচ্ছ গ্লানি..
বাইশে শ্রাবণ আজ বড়ই নিরাম্ভর..