নারী তুমি আজ রাজ্য থেকে দেশ,
দেশ থেকে বিদেশ,
বিদেশ থেকে বিশ্ব,
বিশ্ব থেকে মহাকাশ দাঁপিয়ে বেড়াচ্ছো।
তবু তুমি নারী।
তুমি জন্মালে আজও বংশের প্রদীপ নেভে।
তুমি উঁচু গলায় বললে তা হয় অপরাধ।
তোমার ভালো থাকা চরম অপরাধ।
তুমি যে নারী।
তুমি যে দাও নতুন প্রাণের ছোঁয়া।
তুমি যে দাও বাঁচিয়ে রাখার রসদ,
তোমার গর্ভের উষ্ণতায় বড় হয়ে ওঠে প্রাণ।
তবু তুমি শুধুই এক মাংসপিন্ড।
তবু তোমাকে দূষিত করতে বাধে না তাদের হাত।
এ কোন সমাজের রূপরেখা!
যেখানে নেই প্রকৃতি রূপী নারীর সম্মান।
কেন মরতে হবে নির্ভয়াদের?
কেন মরতে হবে তিলোত্তমা দের?
শুধু নারী বলে!