শুরুর সেই দিন গুলি ছিল
রৌদ্রজ্জ্বল সকাল...
শুরুর সেই দিন গুলিতে তুমি ছিলে আমার
প্রহর গুলি কাটত বড়ই অপেক্ষায়....
দিনের শেষে বাড়ি ফেরা ছিল প্রতিক্ষায়।
তোমার দেখা আমার সাথে সারাটা দিন মনে মনে,
কাজের ফাঁকে বারংবার তাকিয়ে মুঠোফোনে।
শুরুর সেই দিন গুলোতে মান অভিমানের টানে,
আমার চোখ খুঁজে বেড়ায়,তোমায় মনে মনে।
যতই আসুক বাধা বিপত্তি,
দু' জন মিলে পার করে ছিলেম সব আপত্তি।
দিন গুলো কাটত তখন সোনার খাঁচায়,
গভীর মনের আশায়।
গ্রীষ্মের দুপুর গুলো ছিল আগ্নি উত্তাপের শুদ্ধতায়।
বৃষ্টি ভেজা দিন গুলো ছিল স্নিগ্ধতায় ভরা।
শীতের ভোর গুলো ছিল মুগ্ধতায় ঘেরা..
তোমার সাথে আমার শুরুর দিন গুলো
অর্ধ যুগ পরেও ছিল একই ধারায়...
বিশ্বাস - ভালোবাসায় মোরা ছিলেম
তোমার সাথে আমি।