স্বাধীনতা দিবস এবার বড়ই মলিন।
ভারতের কন্যারা আজ অপমানের স্বীকার।
গান্ধীজীর বীরাঙ্গনারা হারতে শেখেনি, লড়তে জানে তারা
মাতঙ্গীণির মত রণক্ষেত্রে,
চোখে চোখ রেখে লড়াই করতে জানে তারা।
কখনও কি দুঃস্বপ্নও দেখেছিলেন দেশবন্ধু,
এইভাবে মায়ের মোটা কাপড় মাটিতে লুটায়।
বিবস্র মায়ের দেহ।
যেই মা কে আমরা সেলাম জানাই,
তার বক্ষ আজ বিদীর্ণ।
মাতঙ্গীণিদের এভাবে দমানো যায় না।
তারা নেতাজীর আজাদ হিন্দ বাহিনীর সৈনিক।
লড়তে জানে,নিজেদের অধিকার বুঝে নিতে জানে।
স্বাধীনতা দিবসের অঙ্গীকার,
আমরা লড়ব শেষ রক্তবিন্দু পর্যন্ত।