ফেলে আসা ভিটেমাটি,উঠান,
তুলসীতলা,রান্নাঘরের কোনে পরে থাকা আচার
ফেলে আসা আম -অশ্বত্থ -আমড়া-পেয়ারা গাছ গুলোর সাথে কাটানো ছুটির দুপুর,
মাঠ - ঘাট,নদী-নালায় খালিপায়ে ঘুরে বেড়ানো নারায়ণগঞ্জের রাস্তা গুলো
আজ আর আমাদের মনে রাখে নি।
শীতলক্ষার পারে কাটানো ছোটবেলার স্মৃতি গুলো
ভেসে ওঠে আজও,
কলকাতার ভিড়,উঁচু বাড়ির আড়ালে,
সূর্যির টুকরো উপস্থিতি
  রোমোন্থন করে স্ম‍ৃতি গুলো
বিস্মৃতি হয়ে যায় নি,
অভিজ্ঞতার পাহাড়ে চাপা পরে যায় নি।
রাষ্ট্র রাজনীতি র উর্দ্ধে  স্মৃতির স্মরনী
ধরে মনপাতায় স্মৃতি টুকু থেকে যাক।