সীমানা যেখানে নির্দেশ করে ধর্মের বেড়াজাল।
সেই সীমান্তে নেই কোনো ধর্মের অঙ্গীকার।
জাত বর্ণ ধর্ম কে সীমানা করে,
লড়াই চলে রক্তবর্ণের।
দল -দখলের দ্বন্দ্বে,জীবন ছিন্ন ভিন্ন,
সীমানা আর সীমান্ত মিলেমিশে একাকার মাটিতে
জীবন শেষে সবাই মিলব পঞ্চভূতে।