শ্রাবণ মানে অঝোর ধারায়
উপছে পরা প্রকৃতি রূপ...
শ্রাবণ মানে সবুজ ঘেরা পাহাড়।
পথের দুধারে সবুজের প্রাচুর্য্য
মেঘের আড়াল থেকে,সবুজ পাহাড়ের বুক চিরে..
ছুটে চলেছে সুন্দরী স্রোতস্বিনী...
মন-প্রাণ-চোখ খুঁজে নেয় অবিরাম সুখ।
শ্রাবণ মানে ভোলে বাবার আরাধনা,
কাঁধে বাঁক নিয়ে ভক্তের আনাগোনা
শ্রাবণ মানে ঠাকুরের মৃত্যু বার্ষিকী।
শুষ্কতা হারিয়ে প্রকৃতি, স্নিগ্ধতার স্পর্শে,
অনাবিল অনায়াস আনন্দে ভরপুর।