জন্ম থেকে  লালিত পালিত হই তারই কোলে,
  খাদ‍্য,বস্র,বাসস্থানের জোগানও তার থেকেই,
শ্বাস প্রশ্বাসও তারই দান- অক্সিজেনে,
তবু একটু একটু করে খালি করছি তারই সবুজ ভান্ডার।
খালি হতে হতে আজ তারই প্রকট রোষে পরছি।
কখনো উষ্ণতার তীব্রতায়,কখনো প্রবল বর্ষণে,
কখনো শীতের দাপটে।
তবু কোথায় আমরা থামছি?
নগরায়নের গতি বাড়াতে প্রতিদিন ধ্বংস করছি সবুজ।
এরই মাঝে একটু একটু করে সবুজের পরিধি বাড়িয়ে চলি।