তোমার সাথে অজান্তেই পথ চলার শুরুর দিন,
শূন্যহাতে ক্ষতবিক্ষত দাঁড়িয়ে থাকা আমি।
অজুহাত - অবহেলায় ঘরের কোনে গুটিয়ে থাকা আমি,
দু'হাত জড়িয়ে আত্মজ..
দু'চোখের ঝাপসা হয়ে আসা দৃষ্টি,
সুদূর ভবিষ্যতের অশনি সংকেতে
কম্পমান হৃদয়...
চারিপাশে একরাশ উৎসুখ দৃষ্টি।
অবহেলার সীমা পেরিয়ে আত্মবিশ্বাস তলানিতে,
তোমার সাথে অজান্তেই পথ চলার শুরুর দিন।
দুহাত জড়িয়ে আত্মজ....
তবু একটু একটু করে যত্নের আলিঙ্গনে,বিশ্বাসের ছোঁয়ায়
নিস্প্রাণ দেহ মনে ফিরে এল প্রাণ,
ঝাপসা হয়ে যাওয়া দু চোখ পেল আনন্দাশ্রু,
সব শেষের প্রান্তে শুরুর আলো রয়ে যায়....