প্রজায় প্রজায় যুদ্ধ করে, রক্ত ঝরে সাধারণের
রাজার মাথায় সোনার মুকুট,
চকচক করে।
কৃষক ফলায় সোনার ফসল,
শ্রমিকের শ্রম  ভাঙ্গে গড়ে,
পূর্ণ হয় রাজকোষ।
প্রজার ছেড়া জামা জুতো,
আধ পেটা ভাত,
শীত -গ্রীষ্ম- বর্ষায় জীবন তার ভিন্ন রূপ।