স্বপ্ন ছিল শিক্ষকতা।
কত রাত জাগা বইয়ে মুখ গুজে।
কত ঘাম ছড়ানো।
বাবা - মায়ের পরিশ্রমী অর্থ,একবুক আশা।
দারুণ রেজাল্ট।
তারপর প্রাপ্য হল পেটে লাথি,পিঠে লাঠি।
সব তো চলেই গিয়েছিল চাকরির বিনিময়ে।
কিছু অর্থ পিশাচের লোভে।
তারপরও জুটল কপালে লাথি!
এটাও কি প্রাপ্য ছিল!
কি বলব ভবিষ্যৎ প্রজন্মকে?
এই শিক্ষকই তো পথ দেখায়,
আলোকিত করে জীবনের অন্ধকার গলি গুলোকে।
শিক্ষকই তো শিঁড়দাড়া শক্ত, করে সত্যের পথ দেখায়।
তবে এতটুকু সম্মান কি তাদের প্রাপ্য ছিল না।