আজ তোমারই এই শুভ জন্মক্ষণে,
রাখিব তোমারে হৃদয় গহীনে।
জীবনের আর্বতে খুঁজিয়া পাই তোমার পরশ খানি...
জীবন থেকে মরণে,
নূতন থেকে পুরাতনে
আনন্দধারা থেকে চরম বেদনায়।
রয়েছো প্রতিক্ষণে মোর হৃদয় মাঝে...
ভালোবাসা থেকে বিরহে..
ব্যর্থতা থেকে সাফল্যে....
রয়েছো সর্বক্ষণ মোর যাপনে...
লহ প্রণাম।