পথের কোনে পরে থাকা
শিশু টার...কি দোষ ছিল?
দারিদ্র্যতা তার শরীর - মনের সঙ্গী
ভরপেট খাবার,পরিশুদ্ধ জলের বদলে,
আধপেটা খাবার,ছিন্ন বস্র,
অপরিচ্ছন্নতা তার নিত্য সঙ্গী,
বিদ্যার বদলে....
মানুষের তাচ্ছিল্য ওদের প্রাপ্তি।
পথের কোনে পরে থাকা
শিশু টার কি দোষ?
ছোট ভাই বোনেদের দেখভাল,
সংসারের টুকরো টুকরো দায়িত্ব...
শৈশব হারিয়ে শুধুই একরাশ না পাওয়া।