সেই পথ ধরে হেঁটে গেলে বৃষ্টির তীক্ষ্মতা
শরীরে তার উপস্থিতি অনুভব করাবে,
বজ্রের তীব্রতায় কর্ণকুহর ভেদ করবে।
সেই পথ ধরে হেঁটে গেলে, অমসৃণ পাথুরে রাস্তায়
বিছিয়ে থাকা কাঁচের উপস্থিতি রক্তাক্ত করবে।
তবুও এ পথ আপোষহীন লড়াই এর পথ।
দিনের শেষে এক আকাশ মুক্তির পথ।