সাধারণ থেকেও অসাধারণ হয়ে বেঁচে থাকা যায়।
মানুষের মনে জায়গা করে নেওয়া যায়,
নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখা যায়।
সাধারণ পোশাক,সাধারণ ঘর,
সাধারণ তাঁর জীবনের মান।
উদার অসাধারণ তাঁর শুভ্রকোমল ব‍্যক্তিত্ব।
চাকচিক‍্যহীন,লোভ লালসাহীন এক জনপ্রতিনিধি।
তবু তিনি দল,রঙ,রাজনীতির উর্দ্ধে গিয়ে,
একজন মূখ্যমন্ত্রী হিসেবে বেঁচে থাকবেন।
স্বপ্ন দেখাতে চেয়েছিলেন...
নতুন সূর্যোদয়ের।
স্বপ্নের ফেরিওয়ালা,
বুদ্ধদেবের বিদায় হয় না।
স্বপ্নবীজ রোপন করেন বুদ্ধদেব,
আপামোর বাঙালির মননে।