নারী শুধু কি উজ্জাপনের
নারী শুধু কি রক্ত মাংসে,
নাকি শুধুই যন্ত্র মাত্র!
প্রজন্মের পর প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার।
নারী, তোমার সত্য -মিথ্যা যাচাই হয়েছে অগ্নিপরীক্ষায়।
তোমার সতীত্ব যাচাই হয়েছে সতীদাহে।
আজ তো তুমি দিগন্ত জয়ী,
তাও তোমার পিছু নেয় মুখোশ !
মানব রূপী দানব।
যদিও তুমি ছাড়া অচল এই সৃষ্টির অগ্রগতি।