রক্তাক্ত মোর সোনার দেশ।
রক্তে রাঙানো মায়ের কোল,
ক্ষতবিক্ষত হৃদপিণ্ড।
উপরে ফেলা শিকরের টান,
যতটুকু লেগেছিল এই হৃদয়ভূমিতে।
অজানা অচেনা লাগছে আজ।
সবটুকু আজ বেদনায় মোরা,
স্ক্রিনে ভেসে আসা ছবিগুলো দেখে।
ঠিক ভুলের বিচারক নই কো আমি।
গনতন্ত্র না স্বৈরাতন্ত্র তা বুঝতে অপারক ।
বঙ্গবন্ধুর মূর্তি যখন ভেঙে হল আজ খান খান।
ইতিহাস ভেঙে খান খান,
মোর সোনার দেশ,মোর শিকরের টান,
সহজ নয় ছিঁড়ে ফেলা,
অজানা অচেনা লাগছে আজ।