এমন একটা সন্ধ্যা,যা আমৃত্যু মনে থেকে যাবে..
১৫ই অগাস্ট,২০০৩.সুকান্ত মঞ্চ,কলকাতা।
এক শুভ্রবসন ব্যক্তিত্ব,
সাদা অ্যাম্বাসেডার থেকে নেবে এলেন।
একটু স্পর্শের জন্য আপামোর জনগন হাত বাড়িয়ে।
অবাক করে দিলেন উনি,
নিজের হাত টা বাড়িয়ে।
এর আগে তো এমন দেখিনি।
একবার ছুঁয়ে অনুভব করলাম "বুদ্ধদেব" কে।
নামে পোশাকে সত্যিই সে বুদ্ধ।
ওঁনার স্পর্শে অনুভব করলাম...
অভিভাবকের উষ্ণতা।
ওঁনার হাত থেকে পুরস্কার গ্রহণের অনুভূতি
আজও গায়ে শিহরন জাগায়।
ধন্য হলাম... মুগ্ধ হলাম...
মনের মণিকোটায়,তুলে রেখেছি দিনটা।
রাজ্য রাজনীতি দল...
এগুলোকে দূরে সরিয়ে যাঁকে ভালোবাসা যায়।
যাঁর নিরাম্ভর - বিলাশিতাহীন জীবন দেখলে
শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
বটগাছের মত ছায়া দিতে চেয়েছিলেন যিনি।
মননে অভিভাবকহীন হওয়ার উষ্ণতা।