একটা চাপা কান্না,
বুকের ভিতর জমাট বাধা।
যে শিক্ষকের লাঠি অনেক ভুল কে ঠিক পথেথে নিয়ে আসে
যে শিক্ষক সমাজের লাঠি হয়ে,
প্রজন্মের পর প্রজন্ম গড়ে কারিগর।
সেই লাঠিই পরল আজ শিক্ষকের পিঠে,
পেটে খেতে হল লাথি কিছু দলদাসের
পথে ফেলে মার খেল শিক্ষকতা।
এই লাঠি শিক্ষক জাতির মনে-প্রাণ যন্ত্রণায় বোঝা চাপিয়ে  দিল।
চন্ডাশোক থেকে ধর্মাশোক হওয়ার যে ভেজাল প‍্রচেষ্টা
তা এই পোড়া দেশের শিক্ষকদের কাছে প্রকাশিত।
আসলে সবটাই একটা মিথ্যার মোড়কে সাজানো।
একটা মিথ্যা কে ঢাকার চেষ্টায় শত শত মিথ্যা।
একটা অপরাধ কে ঢাকতে আরও অপরাধ।
লাঠির আঘাত শিক্ষকতা মাটিতে লুটায় আজ।
হায় বিদ‍্যাসাগর,স্বামীজির বাংলা,
আজ লজ্জায় মুখ লুকায়।