আলোর নীচে অন্ধকার।
সাদার  আড়ালে কালো।
কালিমা লিপ্ত এক অধ‍্যায়।
হাজার হাজার মোমবাতির আগুনে জ্বলতে থাকা মন,
চোখের জল নিয়ে এক ছিনিমিনি খেলা।
মানুষের উপর অন‍্যায় ও অবিরাম অবিচারের,
এক নিরন্তর অধ‍্যায়।
শাসক ও শোষণের,
রক্ষক ও ভক্ষকের
এক সাপ লুডোর খেলার অবিরাম ছক।
সত‍্য ও অসত‍্যের লড়াইয়ে যুগে যুগে
অসত‍্যের জয় সম্মুখে,
সত‍্যের পথ কঠিন থেকে কঠিনতর,
দুর্গম থেকে দুর্গমতর।
লড়াই চলছে চলবে।