উন্নয়ন ও উন্নতির প্রতিযোগিতায়,
পরিবেশ আজ পিছনের সারিতে।
সচেতনতা ও সবুজের ভান্ডার কে শূন্য করে,
  আবর্জনা আজ যত্রতত্র।
মাঠ-ঘাট-প্রান্তর সীমাহীন ছিল সব।
  আজ কংক্রিটের হাতছানি।
নয়নাভিরাম যা কিছু ছিল সব,
সবুজে ঘেরা প্রান্তর,ঘাটের কিনারার প্রতিবিম্ব,
  সবটাই আজ কংক্রিটের হাতছানি।
উষ্ণতার পারদ যখন আকাশচুম্বী,
      ঠান্ডা মেশিনের পারদ তখন নিম্নমুখী।
দুইয়ের সাম‍্য রাখতে গিয়ে,
     প্রাণীকুল আজ অসাম‍্য।
সবুজ কে ত‍্যাগ করে,
     সবটাই আজ কংক্রিটের হাতছানি।
সবুজায়নকে সাথী করে হয়ে উঠি,
    আমরা পরিবেশ বান্ধব।