তুমি যারে কর ক্ষতবিক্ষত,
তারই বক্ষে তুমি হয় লালিত।
দিনের শেষে তোমারই অজান্তে তোমারই হয় সে।
শুধু কষ্ট দানের জন‍্য, কর তাকে আঘাত,
সে আঘাত কি নয় গো তোমার?
হৃদয়ে রক্তক্ষরণ ফল্গুধারায় বয়ে চলে।
ছিল না কেউ প্রলেপ লাগানোর।
সময়ের স্রোত বয়ে বেড়ায় ক্ষত বিক্ষত হৃদয়।
অভিজ্ঞতার পলিতে চাপা পরে থাকে সাময়িক সেই ক্ষত