সাতরঙের আর্বতে বাধা জীবনের রামধনু,
কখনো তা রঙিন উজ্জ্বল,কখনো তা মলিন।
সুখ দুঃখের স্বরলিপিতে বয়ে চলে দিন,
ধূসর  উঁকি দেয় রামধনুর  মাঝে।।
    বসন্ত আবর্তিত হয় ঋতুচক্রের বদলে
পলাশ,শিমূল,শিউলির আনাগোনা
শীত-গ্রীষ্ম,বসন্তের পালাবদলে,
মনের ক্লান্তিকে দূর করে,
নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়।
রামধনুর স্বপ্নভঙ্গ,রূপ নেয় ধূসর চরিত্রে।