নদীর মত বহমান তুমি
জীবন যে তোমারই নাম..
শৈশবে তুমি চঞ্চল
ঠিক ভুলের নেই কো বিচার,
যৌবনে তুমি পরিনত,
কাঠিন্যের বোল্ডার পেরিয়ে তুমি অপ্রতিরুদ্ধ
বার্ধক্যে তুমি শান্ত।
জীবনের স্বরলিপির হিসাব শান্ত এককোনে।
তিন পর্যায়ের বাধা জীবনের বন্ধনীতে।
নদীর মত বয়ে চলে জীবনের ধারা যে,
হাজার স্রোতের তোরে জীবন যে দুর্মূল্য।