"জনগণের "নায়ক" আজ জন-"গনশত্রু"।
"অপুর সংসার"এ আজ "ঘরে বাইরে"
তাই"অশনি সংকেত"।
যন্তরমন্তরের বলে,'পড়াশুনা করে যে অনাহারে মরে সে অথবা'বা 'হীরকের রাজা  ভগবান'।
আজ"দেবী"রা কোন এক "পরশপাথর" এর ছোঁয়ায় সব বদলে যাওয়ার স্বপ্ন দেখে "জন অরণ‍্য"এ।
"কাপুরুষ" আর "মহাপুরুষের" মধ‍্যে চলছে এক ধর্মযুদ্ধ।  "যুগান্তর"এর আশায় আজও 'গুপী - বাঘা' গান বাধে...। 'অপু'-' দূর্গা 'দের জীবনযুদ্ধের,
"অভিযান "হোক কলঙ্কমুক্ত,মূল‍্যবোধে ভরাট।
"অপু -দূর্গা" র "পথের পাঁচালী" হোক "অপরাজিত"।