যা কিছু ছিল জাগতিক চাওয়া পাওয়া...
ঘর-সংসার,বই-খাতা,জামা -কাপড়,
এক টুকরো ছাদ বাগান...
হেলায় ফেলে এসেছি সবকিছু...
স্মৃতির পাতায় সবকিছু আজ বদ্ধ।
যা কিছু ছিল মোর আপন...
অদৃশ্য....
মায়া- মমতা,ভালোলাগা,ভালোবাসা,স্পর্শ,প্রার্থনা।
বহমান মোর পথ চলায় তারা...
পথ চলতে হঠাৎ জনঘনত্বে চাপা পরে যাওয়া আমি।
চোখ স্পর্শ করে সাজানো ছবির দল উঁকি দিয়ে যায়।
অগোছালো আমাকে গুছিয়ে নিয়ে,
আবার শুরু হয় পথচলা