ভেবেছিলেম একসাথে কাটাবো হাজার হাজার বছর।
বিস্তৃত হবে ভূগর্ভে মোদের শিকড় - বাকড়।
গভীর থেকে গভীরে ছড়িয়ে পরবে তাদের সাম্রাজ্য,
ইতিহাস গড়ব মোরা,পাশাপাশি প্রাচীন হওয়ার।
শাখা প্রশাখার প্রশস্তিতে পাখীরা বাঁধবে শান্তির বাস।
কিন্তু,
ভেবেছিলাম থাকব মোরা পাশাপাশি।
হঠাৎ নগরায়নের অগ্রগতিতে তোর হল ছেদ।
আমার সঙ্গে তোর শিকড়ের বিস্তার উপড়ে ফেলা হল।
শাখা প্রশাখা গুলো কে টেনে হিচড়ে ছিড়ে ফেলল,
খন্ড বিখন্ড মোর হৃদপিণ্ড।
একা দাঁড়িয়ে আজও আমি,
তোর ফেলে যাওয়া শুকনো ডাল পালা,
শুকনো শিকড় বাকড় আজও জড়িয়ে আছে আমাকে।