এইবছরের হিসাব বড়ই খামখেয়ালি।
ভালো মন্দের দাঁড়িপাল্লা বেহিসেবি।
পাওয়া আর না পাওয়ার দূরত্ব,
মারিয়ানার গভীরতায় তলিয়ে গেছে।
একজনের রক্ত সব হিসেব বেশামাল করে দিল।
এমন মৃত্যু ধরীত্রি দেখেনি কখনো?
এমন রক্ত ক্ষরণ,
সব হৃদয় কে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে।
হাজার তারার মাঝে জ্বল জ্বল করে তিলোত্তমার রক্তচক্ষু
বছর শেষে বিচার শূন্য হাতে,
একটি স্বপ্নই মাথাচাড়া দিয়ে যাচ্ছে।
বিচার বিচার এবং সবশেষে বিচার।