যত সব বাকরুদ্ধকর হাহাকার গুলো,
না হয় আবরণে থাক মোরা।
       একরাশ হাসির আড়ালে,
অথবা আভরণের চাকচিক‍্যে।
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হৃদপিণ্ড,
     রক্তাক্ত মোর প্রাণ।
চাপা কান্না গুলো ফুপিয়ে বেড়ায়,
    মনের একোন সেকোন।
তবু অপ্রকাশিত থেকে যাক সকল আঘাত,
   প্রকাশের কান্না গুলো কুড়িয়ে বেড়ায় তাচ্ছিল্যের হাসি।