একুশ মানে অঙ্গীকার,আগামীর পথ চলা,
একুশ মানে অহংকার,অতীতের রক্তমাখা।।
একুশ মানে আর একবার স্মরণ বীর শহীদের,
একুশ মানে অস্তিত্ব টিকিয়ে রাখার পাঠ।
একুশ মানে উদজাপনের,
মাতৃভাষার আন্তর্জাতিক সম্মান।
মাতৃভাষা যাদের কাছে অচেনা,
আধুনিকতার মুখোশ পরা লাজ-লজ্জাহীন,
শিকড় যাদের ছিন্ন-ভিন্ন মাটির টান হীন।।