একটি প্রাণ সঞ্চারিত হল বহু প্রাণের মধ‍্যে।
একটি প্রাণ মুষ্টিবদ্ধ করল অনেক হাত।
একটি নাম মুছে গিয়ে, জন্ম দিল অনেক নামের
অভয়া হোক বা তিলোত্তমা...
আজ সে আমাদের কারুর দিদি,কারুর বোন,
কারুর বা মেয়ে
এক বৃহত্তর পরিবার তৈরীর জননী সে।
ইতিহাস বোধহয় এমনই নির্মম নির্দয়,
প্রাণের বিনিময়ে আজ অবগুন্ঠিত অনেক নিষ্ঠুরতা
আজ আরও একটি গাছের যত্নের অঙ্গীকার তাঁর নামে।