কলম সরছে না।
সরছে না মনের চলন।
মনের সব ভার এসে পড়ছে কলমের ওপর।
বিশ্বাস আশ্বাস অনেক তো হল।
সব ফেক তা বোঝা গেল শেষমেশ।
বোকা নই আমরাও,তোমাদের যারা বসিয়েছি মসনদে।
আমরা জনগণ।
লোভ লালসা যতক্ষন ছিল পার্থিব জগতের ওপর।
মেনে নিচ্ছিলাম সব।
লালসার দৃষ্টি যখন পরল প্রকৃতির ওপর।
ধিক্কারে লজ্জায় সোচ্চার আজ অগ্নিকন্যারা।
গদির লোভ এত যে পিতা,ভ্রাতা,বন্ধু
সব তুচ্ছ আজ।
ধিক্কার তোমায় ধিক্কার।