স্বাধীনতা নামক সোনার পাথর বাটি,
গর্ব করে রেখেছিলাম বুকে।
অনেক রক্ত অনেক প্রাণ বলী প্রদত্ত তার জন্যে।
ওরা ছিল উপনিবেশিক,এসেছিল দূরদেশ থেকে।
বানিজ্যের স্বার্থে নিয়েছিল রক্ত চুসে।
তারপর ভালো মন্দে কেটেছে কয়েকযুগ।
দোষে গুনে,ক্ষোভে বিক্ষোভে বদলেছে কর্তাব্যক্তি।
অনেক আশায় ভরসায় স্বপ্নে বিভোর হয়ে
বঙ্গবাসী মসনদে আনল যাকে।
গনতন্ত্র যাদের বসালো মসনদে,
স্বাধীন রাজ্যে দুর্নীতি পাহাড় রচনা তাদের।
শাসক বসে পিড়ামিডের শীর্ষে।
তার চোড়া স্রোত প্রাথমিকে ছড়িয়ে পড়েছে।
প্রতিবাদের কন্ঠ রোধ করার ব্যর্থ চেষ্টা।
রামমোহন আর বিদ্যাসাগরের মেরুদণ্ড টা
রয়ে গেছে বাঙালির মননে।