হায় রে কোন দেশেতে আছি মোরা,
মৃন্ময়ী মায়ের ঘটা করে উদ্বোধন হয়।
রক্ত-মাংসের মায়েরা আজ বিপন্ন।
আরম্ভড়ের সেজে ওঠে গোটা রাজ্য।
উৎসব বনাব উৎ-শব
অদৃশ্য লড়াই।
একের পর এক মায়ের আর্তনাদ
ডাকের নিনাদে ঢাকা।
আলোর রোশনাই বনাব চোখের জলের
বাঁধভাঙা আস্ফালন।
মানুষের হৃদয়ে যে হাহাকারের পলি জমেছে।
তা আলো,ডাক,সাজসজ্জা দিয়ে ড্রেজিং করার বৃথা চেষ্টা
শিড়দাঁড়া সোজা রেখে মনের অস্র শানিত করে,
অসুর নিধনের মহাযজ্ঞের আয়োজনের সময়।