অপেক্ষার প্রহর গুনে,
ক্লান্ত চোখ,বিষন্ন মন।
দিনের শেষে দিন,
বছর শেষের বছর,
অনন্ত অবিরাম অপেক্ষা।
এক আকাশ বিশ্বাস নিয়ে,
অপেক্ষা - নতুন সকালের,
ছ' বছরের অনন্ত প্রতিক্ষা।
তবু রাত হয় না শেষ।
নিশীথ সূর্যের দেশ,
সূর্যের উপস্থিতি,
এই আধারময় রাত্রিতে,
ক্ষীণ আশার আলো বয়ে বেড়ায়।
মনের অতলে জড়িয়ে থাকা স্মৃতির
উঁকি অহরহ।
বিচ্ছিন্ন মন চারিপ্রান্ত হতে,
তারই কথা ভেবে।