সম্মুখে অন্তহীন জলরাশি
সময় মুষ্টিবদ্ধ একমুঠো বালি।
চলমান সময়ের হাত ধরে
পথ চলা উপকূলের ধার দিয়ে।
সুখ দুঃখ দুই বন্ধু হাত ধরাধরি করে।
মুঠো বালি খালি হাতে শূন্য এ হাতে,
একরাশ অনুভূতি সঙ্গী করে,
অন্তহীন পথচলা..