আমার মায়ের রান্না সবথেকে সুস্বাদু...
আমার মা সবার আগে ঘুম থেকে উঠে, বাড়ির সব কাজ সেরে নেয়।
আমার মা নিজের খাবার থেকে আমাদের থালায় আমাদের প্রিয় খাবার তুলে দেয়,
বলে ভালো লাগছে না তোরা খা...
আমি!আমি কে?
আমি পুরুষ আমি নারী,
আমি ডাক্তার...আমি দর্জি,
আমি শিক্ষক...আমি ইঞ্জিনিয়ার...
আমি ময়লা পরিষ্কার করি...
আমি নাপিত...
আমার মা সবথেকে সুন্দর...
যখন আমি জীবনের কাছে চরমভাবে আঘাত পাই,
আমার মা বলেন,ও কিছু না,লড়াই চালিয়ে যা
সাফল‍্য আসবেই।
যখন আমি সফল হই,মা র চোখে জল...
নিশ্চিত এক অভিব‍্যক্তি,
আমি জানতাম তুই পারবি।
আমি কে?
আমি মুচি..আমি উকিল....,আমি পুলিশ...
আমি প্রতিজন....
মায়ের ভালোবাসা অনন্ত,অফুরাণ....