বল দেখি 'স...'
'স...'
বলত  'শ...'
'শ...'
বলত এখন  'ষ...'
'ষ...'
একসাথে বল দেখি --
'সবিশেষ অনুরোধ'
-- অনুরোধ ...হল না বোধ !
-- সেকি ভায়া! তাও জানো না সখা
    ওটা হল  না  বলা  কিছু  কথা
    যেটা বললে মনে পাবে ব্যথা ।
-- তবু বল ভায়া, শুনি শুনি --
-- ধ্যাৎতেরী, কেন কর ন্যাকামী।
-- বেশ তবে চুপ থাকি
   কথা ছিল থাক বাকি,
-- পেলে ব্যথা নাকি রাগ
    তোমায় দিলাম বাগ।
    জেনে রেখ নাটকটা
    অভিনয় সাথে কথা
    উচ্চারণ হবে যথা।
-- হুঁ, বুঝলাম হে সখা।
-- আর যদি কর আবৃত্তি
    মনে রেখ ওঠা-নামা
    প্রকাশে মেন দাঁড়ি-কমা,
    জেনে রেখ আবৃত্তি নয় নাটক
    নয় আমি নাটকেরও ঘটক !
-- বড় শক্ত, বল কি ভায়া ?
-- ওটা কি নয়, বল কী ভায়া!
-- ঠকঠকালে মিলবে ঘি ...?
-- ঠিক্ করে বল দেখি ঘী...!
-- হি...হি...হি...
    তফাৎ হল এইখানে
    শেখা হল মানে মানে!
-- মনে রেখ শেষ কথা
    ক্ণ্ঠটা সমঝোতা ।