এসো এসো এখানেতে এসো
কেমনটা চাই ঝেড়ে কেশো,
ভালো বা মন্দ আছে যেনো
দাম দিয়ে ঠিকঠাক কেনো,
কোন কাজে লাগবে তা মেনো
ভুল হলে দন্ড কি জেনো !
মোটা আছে রোগা আছে ভাই
কাজ করে, রোজগার নাই ?
চলবেনা শুধু পেট-ভাতা
কাটা যাবে মালিকের মাথা !
ভারী নয়, হাল্কা যে কাজ
দিতে হবে সেরকম সাজ,
শিল্পীটা হয় যদি ছোটো
বিনোদনে কুশি-লব সেতো,
যদি হও মালিকের ছেলে
হোক ছোটো নয় এলেবেলে।
বিদ্যাহীন করে খেলাধুলা
সার্কাসে ছোটো নীলা-পিলা,
ক্ষতি নেই তাতে কিছু মানি
নিয়মটা সরকারী জানি !
চাও নাকি সেইমত শিশু --
প্রেমিক যে সরকার যীশু,
এইবেলা এসো তাড়াতাড়ি
নিয়ে যাও চড়ে অটো গাড়ি,
মাখো তেল শুধু ফেলো কড়ি
শ্রমিক শিশুর ছড়াছড়ি,
চলো দিল্লী হেড অফিস
রাজশ্রী তোমায় কুর্ণিশ !
(শিশু শ্রমিক-এর নতুন আইন নিয়ে আমার লেখা কযেকটা লাইন)