না প্রতিবাদ করতে পারিনি সেদিনও,
যেদিন গাছের পাতায় শিশির বিন্দু জমা হয়নি,
যেদিন পাখির দল আর আসেনি,
পাকা ধানের ক্ষেতে শস্য জোগাড়ের জন্য।

মিছিলের মুখটা আছড়ে পড়েছিল রাস্তায়
রক্তাক্ত দেহটাকে শহীদ বলে আখ্যা দিয়েছিল।
নারী বক্ষ সেদিন কোনো মমতার আশ্রয় নয়,
অতৃপ্ত যৌন লালসা মেটাবার পন্য ছিলো।

দিবালোকে বিল্পবী চেতনা ছড়িয়ে
বিত্তের আড়ালে আস্তাকুঁড়ে ঠেলে দিয়েছিলো সমাজকে।
আর ঘামে ভেজা শরীরটাকে টেনে দাড় করিয়েছিল,
মুনাফা লোভীদের ঢাকতে বিপ্লবের মুখ হিসাবে।

বিন্দু বিন্দু রক্তে পথ প্রসারিত করেছিল সেদিন মুনাফা লোভীদের,
না সেদিনও প্রতিবাদ করতে পারিনি।