মানবজাতি ছুটে চলেছে সর্বক্ষণ,
করেছে অস্ত্রের বিপুল সংরক্ষণ।
সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে নিমেষে,
তার অমোঘ অস্ত্র আর পারমাণবিক বিষে।
সেই সমগ্ৰ মানবজাতি আজ মাথানত করে আছে, অদৃশ্য, আনুবীক্ষণিক এক ভাইরাসের কাছে।
পরস্পর স্পর্শ আজ হয়েছে নিষিদ্ধ,
শরীরে আজ এক মারণ ভাইরাস বিদ্ধ।
দ্ররিদ্রতা, কালোবাজারি আজ হয়েছে উমুক্ত,
রাতের পথঘাট আজ শ্রমিকের রক্তে সিক্ত।
মানবজাতির ওপর প্রকৃতি আজ নির্দয়,
বাইরের পৃথিবীতে আজ শুধু সংক্রমণের ভয়।
তবুও বাঁচতে হবে এই আজ করি পণ,
মাস্ক পরিধান করতে হবে যখন বাইরে যাবে মানুষজন।
সামাজিক দূরত্ব রাখতে হবে বজায় আজ,
নইলে বিঘ্নিত হবে প্রকৃতির এই কোমল সাজ।
নিজেদের বাড়াতে হবে নিজের স্বাথ্য সচেতনতা
তবেই হবে দূর কোরোনা ছড়ানোর প্রবণতা,
পৃথিবীর বুকে বিজয়ধ্বনি আবারও বেজে উঠবে,
ক্ষত সারিয়ে আবারও,লালপলাশটাও ফুটবে।
আরও একবার হাতে হাত রেখে চলবে সমাজ,
নির্মল সকাল আসবে একদিন এই আশা মনে আজ।।