মাধবীলতা তোমায় বলছি,
আমিও তোমার ব্যার্থ প্রেমিক দলের একজন।
তোমার নিষ্পলক চোখের চাহনি,
আজও আমার লেখনিতে প্রতিফলিত হয়।
ধীর পদক্ষেপে তোমার চলে যাওয়া
আমার মনের আন্তরে,
দ্রুতগামী হরিন শিশুর মতো,
আলোড়িত হতো প্রতি মুহূর্তে।
বর্ষা রাতের নিঝুমতা যখন মন গ্রাস করতো
বাইরের অবিরত বৃষ্টির শব্দের মাঝে,
তোমার স্পষ্ট প্রতিচ্ছবি,
গড়ে ওঠত আমার সদ্য যৌবন প্রাপ্ত মনে।
কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন আকাশে বিরাজমান
চাঁদের কলঙ্ক মনের ক্ষতের সাথে লড়াই করে
আকাশের কালপুরুষ জানান দেয়,
মাধবীলতা সে অন্য এক কালের প্রেক্ষাপট।
আজ অনেক দিন কেটে গেছে মাধবীলতা,
তোমায় না বলা কথা গুলো পুরোনো চিঠিতে আবদ্ধ,
যৌবন ছাড়িয়ে প্রাপ্তবয়স্কের পথে জীবন।
অন্য কালের আকর্ষনে আমিও জড়িয়েছি আজ।
তবুও যখন রাতের আকাশের
নিঝুম তারামন্ডলের দিকে চেয়ে থাকি।
আকাশের কালপুরুষ যেন জানান দেয়,
আমার আতীত কালের চির আকঙ্ক্ষিত ভালোবাসা, "মাধবীলতা তুমি"।