বড্ড হেয়াঁলী করেছি একদিন,
আশরীক শক্তিকে বশ করেছি মনে।
অগ্নিদগ্ধ হয়েছি প্রতিরাতে,
তবুও আজ শরীর খুব শীতল,
যেন লাশ ঘরের বাক্সে শুয়ে আছি।
না এখনও কাটাছেঁড়া করেনি,
কাটলে ভিতর থেকে বেরিয়ে আসবে,
দিনের শেষের অশেষ বিশ্বাসঘাতকতার কাহিনি,
যা ছড়িয়ে পরবে লাশ ঘরের প্রতিকোনে।
দেহের সাথে কাহিনি গুলোও ছাই হবে,
ভেসে বেরাবে এক স্রোত থেকে আরেক স্রোতে।
সারাংশ গুলো হয়তো প্রকাশ পাবে না,
কিন্তু আজ তাদের মুক্তি হয়েছে।
দহনে শুধু নশ্বর দেহটা পুড়ছে,
কিন্তু প্রকাশ্যে এসেছে আজ বিশ্বাসঘাতকতা।