বসতবাটি

তোমার মনে আমার বসতবাটি
সকালের আলোয় আড়মোড়া ভেঙে ওঠে।
মেঘলা আমার শহর দিনে
ব্যস্ত জীবন চলে ছুটে।
ব্যস্ততায় আবদ্ধ মনের অন্তর,
বৃষ্টি এসে ধাপটা দেয় মনের জানলায়।
বসতবাটির প্রাণ খুঁজে চলি,
ফেরিওয়ালার কৃত্রিম খেলনায়।
একলা রাস্তা ছুটে চলে,
নিয়ন আলোয় বিষন্নতায় ভরা মন
আমার রাত কেটে ভোর হয়
বসতবাটি তোমায় খুঁজে পাবে কখন ?
আকাশের ভীনদেশী তারারা,
অন্য কোনো সুরের আকর্ষণে স্তব্ধ।
আমার বসতবাটির প্রাণে আজ
তোমার খেলাঘরে জব্দ।
তোমার সমস্ত খুশির আস্তরণ
আমার বসতবাটি ঘিরে।
খেলাঘরে আজ প্রাণের অভাব আমার
দেবে কী স্থান তোমার হৃদয়নীড়ে।