অতীত ভুলতে চাইছি আমি,
জানি চেষ্টাটা হয়তো বৃথা।
তাও অনবরত চেষ্টা করে চলেছি,
নিজের অতীতকে মুছে ফেলতে।
ব্যার্থতার কাহিনী গুলো যেনও,
ক্রমাগত উগড়ে দিচ্ছে জীবনের না পাওয়ার ইতিহাস।
স্বপ্নের মতো ভীড় করে চলেছে আজও,
প্রতিরাতে মত্তিষ্ক তা জানান দেয়।
নিজের সমাধিস্থ অতীতে আজ,
নিজেই চাঁপা পরে চলেছি প্রতিক্ষনে।
যেনও মহাভারতের শিখন্ডীর সম্মুখে,
আমার বেঁচে থাকার সমস্ত অস্ত্র ত্যাগ করেছি।
সামনে দিগন্তের সীমাহীন খোলা প্রান্তর,
ভেজা চোখে দৃষ্টিটাও ঝাপসা হচ্ছে ক্রমশ।
অনেক যুদ্ধ দেখেছে এই অতীত,
সাক্ষী থেকেছে অনেক সংগ্রামের।
মাটির বুক যেমন জল ধারন করেছে,
তেমনি পান করেছে অনেক রক্ত।
আজ একই শয্যায় আমি আর আমার অতীত,
ভিতরে গুমরে মরছে ভুলতে না পারার আক্ষেপ।
কাফনের সাদা কাপড় টাও জড়িয়েছি শরীরে,
এখন শুধু মাটিতেই বিলীন হবার পালা।